দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি নিশ্চিত করা এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য এই সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সমাবেশে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান আশরাফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব দুমকি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ কামাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ। সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, গৃহশিক্ষকের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো এবং বিদ্যালয়ের পাঠ্যক্রমের পাশাপাশি নৈতিক শিক্ষায় জোর দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—এই ত্রিমুখী সমন্বয় অপরিহার্য।
সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, দুমকি সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদল নেতা ঈসা শরীফ, এবং অভিভাবক আয়েশা সিদ্দিকা প্রমুখ। এছাড়াও সিনিয়র শিক্ষক আলাউদ্দিন, সহকারী শিক্ষক মোঃ আবু ঈসা, মাও. মোঃ মাসুম বিল্লাহ্, সাংবাদিক মিজানুর রহমান সহ প্রায় অর্ধশত অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
প্রধান শিক্ষক তার বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং অভিভাবকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।