অশোক মুখার্জি,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পায়রা বন্দরের শিপ হ্যান্ডলিং বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ অক্টোবর চট্রগ্রাম ক্লাবের গেষ্টরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পায়রা বন্দরের শিপ হ্যান্ডলিং বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব এম এ বকরের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সহসভাপতি মো. রফিকুল আনোয়ার বাবু, সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী, সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, কোষাধ্যক্ষ মো. সরফরাজ নেওয়াজ ফরহাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. মশিউল আলম স্বপন, নির্বাচন কমিশনার কাজি মনিরুল ইসলাম, পিএইচপি গ্রুপের পরিচালক পারভেজ আলম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।