Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে তিরুথা সত্যপীর উচ্চবিদ্যালয় জেলায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

জামালপুর প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে জামালপুর সদর উপজেলার পক্ষে তিরুথা সত্যপীর উচ্চবিদ্যালয় ফাইনাল খেলায় জয়লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

ট্রাইব্রেকারে ৪-২ গোলে বকশিগঞ্জ উপজেলা দলকে হারিয়ে জামালপুর সদর উপজেলা দল জয়লাভ করে।
বিকাল ৪ টায় জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম শুরু হওয়া ৫০ মিনিটের নির্ধারিত খেলায় ১-১ গোলে সমতা থাকায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়।
তিরুথা সত্যপীর উচ্চবিদ্যাল জামালপুর পৌরসভা ও সদর উপজেলা পর্যায়েও অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হাছিনা বেগম।
জেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলমের সভাপতিত্বে অনু্ষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম পিপিএম, সিভিল সার্জন ডাঃ আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালন করেন সিংহজানি বহুমূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান।
আগামী ১৫ অক্টোবর বিভাগীয় পর্যায়ে খেলায় জামালপুর জেলা দলের হয়ে তিরুথা সত্যপীর উচ্চবিদ্যালয় শেরপুর জেলা দলের সাথে খেলবে বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।