Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসকের অবহেলায় কলেজছাত্রের মৃত্যু, শৈলকুপায় মানববন্ধন

এস আই মল্লিক, ঝিনাইদহ 
অক্টোবর ১৪, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

এস আই মল্লিক, ঝিনাইদহ 

ঝিনাইদহের শৈলকুপায় মেহেদী হাসান হৃদয় (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলার কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

স্থানীয়রা অভিযোগ করেন, গত রোববার রাতে উপজেলার আউশিয়া গ্রামের কলেজছাত্র মেহেদী হাসান হৃদয়কে সাপে কামড় দিলে পরিবার দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেরিতে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। এতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকের অবহেলার কারণেই স্বেচ্ছাসেবী তরুণ মেহেদী হাসান হৃদয়ের মৃত্যু হয়েছে। তারা দায়িত্বহীন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের দাবি জানান।

 

এসময় বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন উপস্থিত হয়ে বলেন, “সাপে কামড়ানো রোগীর মৃত্যুর কারণ তদন্তের মাধ্যমে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

ডা. রাশেদের আশ্বাসে আন্দোলনকারীরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেন। তবে তারা সতর্ক করে বলেন, দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।