Nabadhara
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আমাদের রাজনৈতিক বিভাজনের সু্যোগে ফ্যাসিবদ স্বৈরাচার ফিরে আসলে আমরা কেউই নিরাপদ থাকবনা –ভিপি নুর

পটুয়াখালী প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি

ভিপি নুরুল হক নূর বলেছেন, আমাদের রাজনৈতিক বিভাজন অনৈক্য থেকে যায় তাহলে স্বৈরাচারী শক্তি ফিরে আসবে, ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে।তা আমরা কেউি নিরাপদ থাকব না। নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে দেশে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে।

তিনি বলেন, একদিকে জনগণের মাঝে ভোটের আগ্রহ বাড়ছে। অন্যদিকে নির্বাচন ঘিরে উদ্বেগও বাড়ছে। তিনি আরও বলেন, “এখন আমাদের সবার চিন্তা হওয়া উচিত কীভাবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা যায় এবং জনগণের ভোটের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের পথ তৈরি করা যায়।” নূর রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে গণতন্ত্র রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে।

নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। কারণ, গণঅভ্যুত্থানের শক্তিসমূহকে সরকার সমালোচনা করে নাস্তানাবুদ করছে। এমনটা চলতে থাকলে সামনে সবার জন্যই শনির দশা অপেক্ষা করছে।”

পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যার পরে শহরের চৌরাস্তা ফোরলেনে এক পথসভায় সভায় প্রধান অতিথি বক্তব্যে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এ সব কথা বলেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পটুয়াখালী যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. শাহ আলম সিকদারসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

পথসভা ঘিরে পটুয়াখালী চৌরাস্তা এলাকায় সাময়িক যানজট ও জনভোগান্তি তৈরি হয়। সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, রাস্তা বন্ধ থাকায় তাদের চলাচলে বিঘ্নঘটে।

সিংগাপুরে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সন্ধ্যা প্রথম ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর পটুয়াখালী আসেন। রাতে পটুয়াখালী জেলা সদরে পথসভা শেষে তিনি তার নির্বাচনী এলাকা পটুয়াখালী -২ গলাচিপায় যান এবং দলীয় নেতাকর্মী ওগণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।