গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের হাত ধোয়া, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সম্মুখে শিক্ষার্থীরা হাত ধোয়া অংশগ্রহণ করে।
শেষে সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সরকারী কমিশনার ভূমি মো. মেহেদী হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইন, প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, মাই টিভি প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সহকরী শিক্ষক রোকনুজ্জামান পনির সহ অন্যান্যরা।