দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
ন্যায্য দাবি আদায়ে পটুয়াখালীর দুমকি উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সোমবার থেকে শুরু করা লাগাতার কর্মবিরতি বুধবার টানা তৃতীয় দিনেও পালন করছেন। এর ফলস্বরূপ উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সমস্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে।
জানা যায়, গত সোমবার থেকে বুধবার পর্যন্ত কোনো প্রতিষ্ঠানেই কোনো ধরনের ক্লাস অনুষ্ঠিত হয়নি। ফলে শিক্ষার্থীরা তাদের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেমে এসেছে অচলাবস্থা।
আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতার মতো অত্যন্ত ন্যায্য দাবিগুলো নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। সম্প্রতি তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা শিক্ষক সমাজকে আরও বেশি ক্ষুব্ধ ও সংক্ষুব্ধ করে তুলেছে।
শিক্ষক-কর্মচারীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, তাদের ন্যায্য দাবির বিষয়ে সরকারিভাবে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই লাগাতার কর্মবিরতি অব্যাহত থাকবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষকরা আরও কঠোর অবস্থানে যাওয়ায় দুমকির শিক্ষা ব্যবস্থা অচল থাকার আশঙ্কা তৈরি হয়েছে।