গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবেরচর বাজারে পাহারাদারদের বেঁধে জুয়েলারিসহ ছয় দোকানে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জালাল মিজিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত জালাল মিজি মুন্সিগঞ্জ সদর থানার বানিয়াল মহেশপুর গ্রামের কাসেম মিজি’র পুত্র। জালালের বিরুদ্ধে বরিশালসহ দেশের বিভিন্ন থানায় ৪টি ডাকাতি মামলা রয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গত ৮ অক্টোব্বর রাতে শসস্ত্র মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে সাহেবেরচর বাজারে পাহারাদারদের বেঁধে তিনটি জুয়েলারিসহ ছয়টি দোকানে ডাকাতি করে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগীতায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে।
বুধবার সকালে গ্রেপ্তারকৃত জালালকে গৌরনদী মডেল থানায় আনা হয়েছে। জালাল নদী পথে ইস্পিড বোর্ডে ডাকাতি করে। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই জুয়েল হাওলাদার পাঁচ দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে জালালকে আদালতে সোর্পদ করেছে।