কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ার লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান প্যাদা অভিযোগ করেছেন, একাধিক কুচক্রিমহল ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদ অনুসারীর যোগসাজসে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। শনিবার সকাল ১১টায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, “নারীকে ব্ল্যাকমেইল করে জমি, নির্মিত ঘর, পূর্ণবাসন ঘর ও ঘরের টাকা হাতিয়ে নেওয়া, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”
মজিবর রহমান প্যাদা জানান, গত ১৪ অক্টোবর মরিয়ম বেগম তার পরিবারের সদস্যদের জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক ভাবমূর্তিতে আঘাত ও রাজনৈতিক খ্যাতি ক্ষুন্ন করেছে। তিনি বলেন, মরিয়ম বেগমের সঙ্গে তার কোনো বৈধ সম্পর্ক নেই এবং তার দাবিগুলো ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়, ২০২১ সালে মরিয়ম বেগমের পিতা মোসলেম আলী দফাদারের কাছ থেকে ১২ শতাংশ জমি ৬ লাখ টাকায় ক্রয় করা হয়েছিল। ওই জমিতে নির্মিত ঘর, গাছ ও বসত ঘরের জন্য সরকার পরে ধূলাসার ইউনিয়নের আবাসন প্রকল্পের মাধ্যমে ৬০ লাখ টাকার দুটি পূর্ণবাসন ঘর প্রদান করে। কিন্তু জমি ও ঘর সংক্রান্ত লেনদেনে খণ্ডকালীন কুচক্রিমহল হস্তক্ষেপ করে মজিবরের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মজিবর দাবি করেন, জমি, নির্মিত ঘর ও পূর্ণবাসন ঘরের অর্থ ফেরত চেয়ে তিনি ন্যায়বিচারের জন্য আদালতে মামলাও দায়ের করেছেন। এছাড়া, অভিযোগ করেছেন যে মরিয়ম বেগমের পিতা মোসলেম আলী দফাদার ও ভাই রহমান তাকে ক্ষতিপূরণ থেকে মুক্তি পেতে কৌশলগতভাবে মেয়ের মাধ্যমে মিথ্যা মামলা দায়ের করেছেন।
মজিবরের নিকট আত্মীয় হাবলু মৃধা, হিরন মৃধা, জনি জামাল ও সোহেল হাওলাদারও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি জানার চেষ্টা করা হলেও মোসলেম আলী দফাদার যোগাযোগে আসেননি।