মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার নয়নপুর গ্রামে গরু চুরি করতে গিয়ে একই গ্রামের আমিনুর (৩৫) নামে এক গরু চোরকে আটক করেছে এলাকাবাসী। ১৪ আগষ্ট (শুক্রবার) রাতে এ চুরির ঘটনা ঘটে। আমিনুর ওই গ্রামের ফহম উদ্দিন মোল্যার ছেলে।
ভুক্তভোগী ও স্থাণীয় সুত্রে জানা যায়, আমিনুর ওই রাতে গ্রামের খোরশেদ খানের ছেলে রহমান খানের গোয়ালে ঢুকে একটি গরু চুরি করে পালানোর চেষ্টা কালে গৃহকর্তারা টের পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে গরুসহ চোরকে আটক করে বেঁধে রাখে। পরবর্তীতে স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিসের মাধ্যমে বিষয়টি নিস্পত্তির চেষ্টাকালে শালিস বৈঠক থেকে চোর আমিনুর পলায়নের উদ্দেশ্যে দৌড় দিলে স্থাণীয় জনগণ তাকে উত্তম মাধ্যম দিয়ে আবারো বেঁধে রাখে। অতঃপর স্থাণীয়দের সহযোগীতায় তাকে কালিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় আরো তিন জন আহত হয়েছে বলে জানা যায়। শালিসদার খাশিয়াল ইউনিয়ন আ’লীগের সভাপতি খান আজাদ আলী জানান, শালিসের মাধ্যমে নিস্পত্তি না হওয়ায় চোর আমিনুরকে নড়াগাতী থানায় সোপর্দ করা হয়েছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন নবধারা কে বলেন, রাতে চোর আটক করে থানায় খবর না দিয়ে গ্রামবাসীরা মিমাংসার চেষ্টাকালে মারামরিতে চোর আমিনুর আহত হয়েছে। স্থাণীয়দের সহযোগীতায় তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেছে জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।