বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান ইতি খান মিতু। নিয়োগ পরীক্ষার সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হয়ে তিনি গত ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
ইতি খান মিতু বরিশাল বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে ২০১৬-১৭ সেশনে বিএসসি (অনার্স) পরীক্ষায় ৩.৯১ জিপিএ এবং ২০২০-২১ সেশনে মাস্টার্স (থিসিস)-এ ৩.৯৫ জিপিএ অর্জন করেন।
এর আগে তিনি রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি ও ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন।
ব্যক্তিগত জীবনে ইতি খান মিতু বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মরহুম মোতালেব খান ও আকলিমা বেগমের পঞ্চম সন্তান।
তার এই অর্জনে বাবুগঞ্জের শিক্ষা মহল ও স্থানীয়রা গর্ব প্রকাশ করেছেন এবং ইতি খান মিতুর ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন।