পটুয়াখালী প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি পুলিশের একটি দল গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতের এই গ্রেপ্তারের পর তানভীর হাসান আরিফ এখন কারাগারে রয়েছেন।
পটুয়াখালী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিনী জানান, তানভীর হাসান দীর্ঘদিন ধরেই ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পটুয়াখালী পুলিশ তার অবস্থান সম্পর্কে সঠিক তথ্য না পেয়ে ডিএমপি থেকে খবর পায়। ডিবি পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।