Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদকের পদ স্থগিত

মধু মাহি, গোপালগঞ্জ
অক্টোবর ২১, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

মধু মাহি, গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সোমবার (২০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।

যুবদলের অফিসিয়াল প্যাডে কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশেকুজ্জামান পলাশের বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে তার প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব স্তরের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

প্রসঙ্গত, প্রায় তিন মাস আগে রাশেকুজ্জামান পলাশের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।