Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে মাদক কারবারীর ঘর থেকে পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

বরিশালের উজিরপুরে এক মাদক কারবারীর বাড়ি থেকে গুলি ভর্তি একটি রিভলবার পিস্তল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ শোলক গ্রামে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, অভিযানে সেনাবাহিনী ও উজিরপুর মডেল থানার পুলিশ যৌথভাবে অংশ নেয়। স্থানীয় মাদক ব্যবসায়ী মোকসেদ আলী হাওলাদারের পুত্র রফিক হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরের ট্রাংকের ভেতর থেকে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার পিস্তল উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় রফিক কৌশলে পালিয়ে যান। পরে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ঢাকার বনানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে নিশ্চিত করেন উজিরপুর থানার ওসি আব্দুস সালাম।

এ ঘটনায় উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুল হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। রফিকের বিরুদ্ধে এর আগেও মাদকের একাধিক মামলা রয়েছে। পলাতক থাকলেও শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”

স্থানীয়রা জানিয়েছেন, রফিক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।