Nabadhara
ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের সাথে এ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
অক্টোবর ২২, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে “এ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা”। বুধবার (২২ অক্টোবর) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ইএসডিও (ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) ও মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস-এর যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইএসডিও’র প্রোগ্রাম ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এফ এম মান্নান কবির এবং জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম।

এছাড়া অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, কৃষিবিদ কৃষ্ণা রানী মণ্ডল, কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন, কৃষি প্রকৌশলী মোঃ হারুন-অর-রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্পের উপকারভোগীরা সভায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি বিভাগ, উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।

তাঁরা ইএসডিও বাস্তবায়িত প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদারের আশ্বাস দেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সভা ও উদ্যোগের মাধ্যমে দুর্যোগ সহনশীল, টেকসই কৃষি ও গ্রামীণ জীবিকা নিশ্চিত করা সম্ভব হবে।

সভায় প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।