Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আনন্দ র‍্যালি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ১৫ শতাংশ বাড়ীভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারী হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীতে।‌

২৪ অক্টোবর, শুক্রবার সকাল ১০ ঘটিকায় শহরের পৌরসভা প্রাঙ্গণে এই র‍্যালী আয়োজিত হয়। ‘এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, পটুয়াখালী জেলা’র আয়োজনে শিক্ষক-কর্মচারীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় র‍্যালীতে অংশ নেন। র‍্যালীটি পৌরসভা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এসময় অংশগ্রহণকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বিভিন্ন স্লোগান দেন এবং আনন্দ প্রকাশ করেন।

র‍্যালী শেষে সমাবেশে বক্তব্য রাখেন জোটের নেতা অধ্যক্ষ বাহার উদ্দিন, সমন্বয়ক সাজেদুল ইসলাম বাহাদুর (পটুয়াখালী জেলা), সমন্বয়ক মোঃ জসিম উদ্দিন (পটুয়াখালী জেলা), সদস্য সৈয়দ কাইউম, মো; অহিদুল ইসলাম, মো: সাযাওয়াত হোসেন, আব্দুল হাই প্রমুখ।

বক্তারা বলেন, সরকার দুই ধাপে বাড়িভাড়া ১৫ শতাংশ করার যে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে, তা শিক্ষক-কর্মচারীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। তারা এই সিদ্ধান্তের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে বক্তারা দ্রুতই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দিকে সরকার নজর দেবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া দুই ধাপে ১৫ শতাংশ করার প্রজ্ঞাপন জারি করে। প্রথম ধাপে চলতি বছরের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (ন্যূনতম ২০০০ টাকা) এবং ২০২৬ সালের জুলাই মাস থেকে বাকি ৭.৫ শতাংশসহ মোট ১৫ শতাংশ বাড়ীভাড়া কার্যকর হবে। সরকারের এই ইতিবাচক ঘোষণায় সারা দেশের শিক্ষক-কর্মচারীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।