Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় দুইশ বছরের ঐহিত্যবাহী মেলা অনুষ্ঠিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ার তালতলায় দুইশত পনের বছরের পুরোনো ঐহিত্যবাহী মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ অক্টোবর কালি পূজাকে উপলক্ষ্যে পাঁচদিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় নারী ও শিশুদের ব্যবহৃত হাজারো রকমের পন্যের পসরা সাজিয়ে বসেছে শত শত দোকান।

অপরদিকে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকানও কম নয় এ মেলায়। পাঁচদিনের এ মেলায় নানা বয়সের নারী, পুরুষ ও শিশুরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত আসা-যাওয়া করছে। চলছে বেচা-কেনার ধুমধাম। পূজা কর্তৃপক্ষ দর্শনার্থীর বিনোদনের জন্য কবি ও রয়ানি গানের আয়োজন করেছেন। মেলায় উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতি বছর মেলা ভক্ত হাজার হাজার লোক এখানে একত্রিত হন।

সাথী নামে এক দর্শনার্থী বলেন, হিন্দু-মুসলিম সবাই এই মেলায় আসে। এখানে স্বল্প দামে সব জিনিসপত্র পাওয়া যায়। প্রতিবছরই এই মেলায় বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করি।

মেলার আয়োজক কমিটির সভাপতি সমির দাস বলেন, ছোটবেলা থেকে দেখছি এভাবেই প্রতিবছর এই কালি ও মনসা পূজা উপলক্ষে মেলা হয়ে আসছে। প্রতিবছরই বাড়ছে মেলার পরিধি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। তবে, মেলার সময়সীমা বেশি হলে সবার জন্যই ভাল হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।