গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের প্রবাসী স্ত্রী (২৫) কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর হামলা চালিয়ে এনাম তালুকদার নামে এক যুবক ও তার সহযোগীরা।
আহত ওই প্রবাসীর স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী শুক্রবার সকালে গৌরনদী মডেল থানায় এনাম তালুকদার সহ আরো তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্ত এনাম তালুকদার বরিশাল জেলা ছাত্র দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।
ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে নিজ বাড়ি থেকে তার দুই শিশু সন্তান নিয়ে পাশ্ববর্তী কালকিনি উপজেলার কুন্ডুবাড়ি মেলায় আসবাবপত্র কেনার উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে অভিযুক্ত এনাম তালুকদারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছলে হঠাৎ করে এনাম তালুকদার তার গতিরোধ করে। একপর্যায়ে এনাম ও তার ২ থেকে ৩ জন সহযোগী টানাহেঁচড়া করে এ সময় তাকে একাধিক কিলঘুষি ও চড়থাপ্পড় মারে। এ সময় সে (নির্যাতিতা) আত্মচিৎকার দিলে তার ব্যবহৃত স্বর্ণলংকার ছিনিয়ে নিয়ে ছটকে পরে।
অভিযোগের ব্যাপারে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এনাম তালুকদার বলেন, ‘আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্য নিয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।পাশাপাশি তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানাই’।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.তরিকুল ইসলাম বলেন, প্রবাসীর স্ত্রী’র অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

