কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় বিএনপি নেতা আবুল বাশার হাওলাদার বাচ্চুকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ এ জরিমানা করেন।
আবুল বাশার হাওলাদার বাচ্চু উপজেলার চিতশী গ্রামের মৃত আব্দুল বারেক হাওলাদারের ছেলে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ বলেন, গত কয়েকদিন ধরে আবুল বাশার হাওলাদার বাচ্চু চিতশী গ্রামের একটি পুকুর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।