Nabadhara
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে ছাত্রশিবিরের দারসুল কুরআন অনুষ্ঠিত

‎পিরোজপুর প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

‎পিরোজপুর প্রতিনিধি

‎নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সারাদেশে ঘোষিত সপ্তাহব্যাপী কুরআন প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর শহর শাখার উদ্যোগে শনিবার পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে “দারসুল কুরআন” প্রোগ্রাম।

‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর শাখার নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান। তিনি কুরআনের আলোকে নৈতিক সমাজ গঠনে ছাত্রসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “যে জাতি কুরআনের শিক্ষায় আলোকিত হবে, সেই জাতিকে কেউ অন্ধকারে ঠেলে দিতে পারবে না।”

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সেক্রেটারি মিজানুর রহমান, জেলা দাওয়াহ সম্পাদক রাকিব মাহমুদ, শহর শাখার সভাপতি রফিকুল ইসলাম রাকিব, সেক্রেটারি ইউসুফ আল মুজাহিদ ও সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম।

‎দারসুল কুরআনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এমন উদ্যোগ তাদের কুরআনের জ্ঞান ও চেতনায় উজ্জীবিত করেছে। তারা নিয়মিতভাবে এই ধরনের ধর্মীয় ও নৈতিক প্রশিক্ষণমূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

‎অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।