Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নাসিম আকনের জানাজায় জেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদের শোক প্রকাশ

ঝালকাঠি প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি
‎নাসিম আকন ভাই মতো ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকে হারানো আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যু শুধু রাজাপুর নয়, গোটা ঝালকাঠি জেলার বিএনপি পরিবারের জন্য এক গভীর শোকের মুহূর্ত,’ – এমন মন্তব্য করেছেন জেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ

‎রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতা নাসিম আকন-এর জানাজায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

‎জেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, প্রতিটি মানুষের জীবন অমূল্য। নাসিম আকন ভাই মতো প্রিয় নেতার মৃত্যু যেন আর কোনো পরিবারে না আসে – সেজন্য এখনই কার্যকর ও মানবিক উদ্যোগ নেওয়া জরুরি। তিনি নিরাপদ সড়ক আন্দোলনকে জোরদার করার আহ্বান জানান এবং সরকারকে অনুরোধ করেন সড়ক দুর্ঘটনা রোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে।

‎তিনি আরও বলেন, যথাযথ সড়ক অবকাঠামো উন্নয়ন, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, প্রশিক্ষিত চালক তৈরি এবং সড়ক নিরাপত্তা আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রতিটি দুর্ঘটনা একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ কেড়ে নেয়। এখনই সময় সড়ক নিরাপত্তা নিয়ে জাতীয় পর্যায়ে গণসচেতনতা গড়ে তোলার।

‎রাজাপুরের জনপ্রিয় বিএনপি নেতা নাসিম আকন ভাই দীর্ঘ ১৭ বছর ধরে স্থানীয় পর্যায়ে দলকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কঠিন সময়ে তিনি সাহসিকতা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। দলের দুঃসময়ে কর্মীদের পাশে থেকে সংগঠনকে শক্তভাবে ধরে রাখেন তিনি।

‎জাহিদুল ইসলাম জাহিদ
আরও বলেন, নাসিম আকন ভাই মতো নেতারা দলের মূলভিত। তাঁর ত্যাগ, আনুগত্য ও অটল প্রতিশ্রুতির চেতনা থেকেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য স্পষ্ট – গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। এজন্য এখন ঐক্যের কোনো বিকল্প নেই।

‎জানাজায় অংশ নেয় ‎বিএনপির জেলা-উপজেলা পর্যায়ের নেতা-কর্মী ও হাজারো সাধারণ মানুষ।
‎‎উল্লেখ্য, রাজাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. নাসিম উদ্দিন আকন গত শনিবার (২৫ অক্টোবর) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। আজ জানাযা শেষে তাঁর মরদেহ নিজ গ্রামের বাড়ি রাজাপুর উপজেলার চর-সাঙ্গর গ্রামে দাফন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।