Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলা

পিরোজপুর প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর-৩ আসনে (মঠবাড়িয়া) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী শরীফ মোহাম্মদ আব্দুল জলিলের বাসায় ককটেল হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নিজ বাড়িতে এ হামলা চালানো হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই একজনকে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ঘটনার পর জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অভিযোগ করেন, এটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাসী হামলা, যার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে।

 

জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক বলেন, “বিগত দিনে আমরা বিএনপি ও অন্যান্য দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। গতকাল বিএনপি নেতা রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরদিনই এমন ঘটনা ঘটেছে—এটি অত্যন্ত রহস্যজনক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।”

 

জামায়াত মনোনীত প্রার্থী শরীফ মোহাম্মদ আব্দুল জলিল বলেন, “হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখি একজন দৌড়ে পালিয়ে যাচ্ছে। আমাদের শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। প্রশাসনের কাছে অনুরোধ, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক।”

 

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও রুহুল আমিন দুলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বিকট শব্দ শুনেছেন এবং একজনকে দৌড়ে যেতে দেখেছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।