Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগর প্রবাসী মোস্তফার ৩৬ লক্ষ টাকা হাতিয়ে নিল কাদের ও আবুল হোসেন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে জমি বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ৩৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে রামজীবনপুর গ্রামেরআক্তার সরদারের পুত্র আব্দুল কাদের ও আবুল হোসেন। বর্তমানে গোলাম মোস্তফা এখন সর্ব শান্ত অতিকষ্টে দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবনযাপন করছে।

এ ঘটনায় গোলাম মোস্তফা শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন। নির্বাহী কর্মকতা বিষয়টি তদন্ত-পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য কৈখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের নিকট প্রেরণ করে। ইউপি চেয়ারম্যান বিষয়টি তদন্তপূর্বক সত্যতা প্রমাণিত হওয়ায় ইউএনও বরাবর প্রতিবেদন দাখিল করেছেন। প্রতারকরা হাতিয়ে নেয়া ৩৬ লক্ষ টাকার প্রমাণ পাওয়া গেছে।

কৈখালী ইউনিয়নের মেন্দিনগর গ্রামের জমাত আলী সরদারের পুত্র সৌদি প্রবাসী গোলাম মোস্তফার অতিকষ্টার্জিত ৩৬ লক্ষ টাকা ফেরৎ পেতে প্রতারকদের বিরুদ্ধে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রতিবেদনে আরো উল্লেখ করেছেন গত ২০২২ সাল থেকে ৩৬ লক্ষ টাকা বিভিন্ন সময় দফায় দফায় গ্রহন করা হলেও গোলাম মোস্তফার টাকা ফেরত না দিয়ে তালবাহানা করছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর স্বাক্ষরিত তদন্ত রিপোর্টে আব্দুল কাদের ও আবুল হোসেন প্রতারনা করায় শাস্তি যোগ্য অপরাধ মর্মে প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে সৌদি প্রবাসী গোলাম মোস্তফার কষ্টার্জিত ৩৬ লক্ষ টাকা ফেরৎ পেতে যথাযথ আইনের আশ্রয় নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।