Nabadhara
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, কেদারপুরে বিএনপির কর্মশালা ও লিফলেট বিতরণ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ‍
অক্টোবর ২৬, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ‍

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরতে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে কর্মশালা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে কেদারপুর স্টিমার ঘাট বাজারে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমদ খান। কর্মশালায় অফিস বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

এছাড়াও এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল করিম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল শিকদার, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদশা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মিন্টু ব্যাপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা দুয়ারী, সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মুছা আলী, যুগ্ম আহ্বায়ক ইউনুস মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মহসিন উদ্দিন শামীম, কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব কাওসার হোসেন, যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত, মহিলা দলের নেত্রী পরশিয়া জাহান তানিয়া প্রমুখ।

বক্তারা বলেন, “রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নই দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রোডম্যাপ”। তারা এ কর্মসূচি ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বিস্তারের আহ্বান জানান।
কর্মসূচি শেষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।