Nabadhara
ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যাংক কর্মকর্তার চিতলমারীর বাড়িতে চলছে শোকের মাতম

স্টাফ রিপোর্টার, চিতলমারী
অক্টোবর ২৭, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় বেসিক ব্যাংকের কর্মকর্তা মিরাজ মিয়া (টিপু) (৪৫)নিহত হওয়ার ঘটনায় তাঁর গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে নিহতের মরদেহ যখন চিতলমারীর বড়বাড়িয়া গ্রামের বাড়িতে পৌঁছায়, তখন সৃষ্টি হয় হৃদয়বিদারক এক পরিবেশ।

 

নিহতের মরদেহ একনজর দেখতে এলাকার শত শত নারী-পুরুষ ও সহপাঠীরা ছুটে আসেন। এসময় স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো এলাকায় শোকের আবহ ছড়িয়ে পড়ে।

 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ব্যাংক কর্মকর্তা মিরাজ মিয়া (টিপু) সোমবার (২৭ অক্টোবর) ভোররাতে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নরসিংদীতে কর্মস্থলে যাওয়ার পথে সকাল ৫টা ৫০ মিনিটের দিকে ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ডুমদিয়া নিমতলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

 

মিরাজ মিয়া চিতলমারীর বড়বাড়িয়া গ্রামের মৃত পুলিশ কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা **আবদুল জব্বার মিয়ার** ছেলে। তিনি নরসিংদী বেসিক ব্যাংক শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

 

সোমবার আসরের নামাজ শেষে বড়বাড়িয়া শাহী ঈদগাহ ময়দানে মরহুম মিরাজ মিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।