দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পরিবেশ রক্ষা এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরতলা খালের ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় দুমকি একে হাইস্কুল থেকে থানাব্রিজ পর্যন্ত খালের একটি দীর্ঘ অংশে এই কার্যক্রম চলে।
যুবদলের নেতৃবৃন্দ জানান, পিরতলা খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে কাটা। দীর্ঘদিন যাবত খালটি অবহেলা ও অযত্নে থাকায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি।”
স্বেচ্ছাশ্রম ও অংশগ্রহণ উপজেলা যুবদলের এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশ নেন। তারা খালের মধ্যে জমে থাকা কচুরিপানা, প্লাস্টিক, পলিথিন ও নোংরা বর্জ্য অপসারণ করেন। স্থানীয় জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সহযোগিতা করেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন হাওলাদার,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আহসান ফারুক ,সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল মিয়া, সৈয়দ সাখাওয়াত হোসেন, সোহেল, সাইদুর রহমান খান,
সাবেক যুবদল নেতা সালাউদ্দিন রিপন শরীফ বলেন, “রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমেও আমাদের দায়িত্ব রয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে আমরা শুধু খাল পরিষ্কার নয়, জনগণের মাঝে সচেতনতা বাড়াতে চাই। যুবসমাজ এগিয়ে এলে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য দুমকি উপজেলা গড়ে তোলা সম্ভব।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালে ময়লা জমে পানি চলাচল বন্ধ থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং পরিবেশ দূষিত হচ্ছিল। যুবদলের এমন উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

