পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদ কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। আজ রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদ বুধবার গভীর রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা সুস্থ বলে জানিয়েছেন তার বড় ভাই মোঃ আবুল কালাম আজাদ।
উল্লেখ্য মেয়র মহিউদ্দিন আহম্মেদকে জুলাই আন্দোলনে ঢাকার বাড্ডায় ছাত্র জনতার উপর হামলায় সিরাজুল ইসলাম বেপারি নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২০ জনের দায়েরকৃত হত্যা মামলায়
২৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির তার বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

