Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পিবিপ্রবি উপাচার্যের মতবিনিময়

নাইম উদ্দিন আকন পিরোজপুর প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন ও রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান সকলের পক্ষ থেকে উপাচার্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন,
“উপাচার্য হিসেবে আমার মেয়াদ চার বছর। প্রথম বছরের জন্য যেসব লক্ষ্য নির্ধারণ করেছিলাম, বিভিন্ন প্রতিকূলতার কারণে সবগুলো অর্জন সম্ভব হয়নি। তবে যা অর্জিত হয়েছে, তা আপনাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষার্থীদের নিরাপত্তা ছিল আমার প্রথম লক্ষ্য— সেই লক্ষ্যেই আমরা দু’টি হলের ব্যবস্থা করেছি এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পেরেছি।”

তিনি আরও বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের সুনাম নির্ভর করে শিক্ষা ও গবেষণার মানের উপর। তাই শিক্ষকবৃন্দ যেন উন্নতমানের গবেষণার মাধ্যমে দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করেন— এ আহ্বান জানাই। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় পিবিপ্রবিকে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করা সম্ভব।”

মতবিনিময় সভায় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মুহাম্মদ মাহবুবুস সোবহান, পরিচালক (অর্থ ও হিসাব) মো. রফিকুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সোহাগ বর্মনসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম ২০২৪ সালের ২৯ অক্টোবর পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় উপাচার্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।