বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন-এর দ্রুত রোগমুক্তি কামনা করে বরিশালের বাবুগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পর বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের এমপিরহাট জামে মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করে কেদারপুর ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা দুয়ারী, সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মুছা আলী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব কাওসার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, সদস্য সচিব আরাফাত মৃধা, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, যুগ্ম আহ্বায়ক মো. জুবায়ের হোসেন সাউসহ কেদারপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং অ্যাডভোকেট জয়নুল আবেদীনের দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করা হয়।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                