Nabadhara
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোটের বিনিময়ে বেহেস্তের টিকেট বিক্রি করছে জামাত, এটা হতে পারে না দুমকিতে–আলতাফ হোসেন চৌধুরী

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সাবেক সফল স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালী-১ আসনের (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, ভোটের বিনিময়ে বেহেস্তের টিকেট বিক্রি করা হচ্ছে, এটা হতে পারে না।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দুমকী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে’ মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী সাম্প্রতিক একটি জরিপের উল্লেখ করে বলেন, বিএনপি ৫৫-৬০ ভাগ মানুষের সমর্থনে এগিয়ে আছে। তিনি নেতা-কর্মীদের আশ্বস্ত করে দলের শীর্ষ নেতৃত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেন:

ম্যাডাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো, এবং তিনিও আসন্ন নির্বাচনে অংশ নেবেন।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন।

তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দুমকী উপজেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদ খান ও সাবেক যুগ্ম আহ্বায়ক (দুমকী উপজেলা বিএনপি) মোঃ গোলাম মর্তুজার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মোঃ জশিম উদ্দিন হাওলাদার। প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা কৃষক দলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইভান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

জেলা বিএনপি নেতা মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না মিয়া (সাবেক সহ-সভাপতি ও সদস্য, পটুয়াখালী জেলা বিএনপি আহ্বায়ক কমিটি)। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান। দুমকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মতিউর রহমান দিপু।

আলোচনা সভায় বক্তারা রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। অন্যান্যের মধ্যে উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সালাহ উদ্দিন রিপন শরীফ ও ছাত্রদলের স/সদস্য সচিব সুমন শরীফ বক্তব্য রাখেন। সংগঠনকে শক্তিশালী করতে দলের প্রতিটি পর্যায়ে ঐক্য ও কর্মতৎপরতা বৃদ্ধি করার ওপর জোর দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।