Nabadhara
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, বিজেপির অফিস ভাংচুর

স্টাফ রিপোর্টার, ভোলা
নভেম্বর ১, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলায় বিএনপি এবং বিজেপি (আন্দালিব রহমান পার্থ) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিএনপি ও বিজেপির নির্বাচনী প্রচারণার কর্মসূচি ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর সাড়ে ১২ টার দিকে নতুন বাজার বিজেপি অফিসের সামনে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে নতুন বাজার থেকে প্রেসক্লাব পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়।
এসময় দুই সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এসময় অন্ততঃ ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলের পিছন দিক থেকে বিজেপির কর্মীরা অতর্কিতে হামলা চালায়। এতে সংঘর্ষের গটনা ঘটে। তিনি আরও জানান, ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন বানচাল করার হীন উদ্দেশ্যে তারা পায়ে পারা দিয়ে সংঘাত সৃষ্টি করছে। শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করছে।

অপর দিকে সদর বিজেপির প্রচার সম্পাদক এ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, মূল বিএনপি নয়, বিএনপির একটি গ্রুপ তাদের অফিসে হামলা করেছে। এতে বিজেপির অন্তত ১০/১৫ জন আহত হয়েছেন।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন বাজার ও বিজেপি অফিসের সামনে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।