কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
“ সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নানা আয়োজনে ৫৪ জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। কাঠালিয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজন করেন।
আজ ০১ নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রথমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলণরে মধ্য দিয়ে দিবসের সুচনা হয়। পরে পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মংচেনলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মৃধা প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিগন অংশ নেন।

