উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বালুর বস্তায় জোড়াতালি দিয়ে টিকে থাকা বামরাইল সেতুর অবস্থা দ্রুত সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাসদ উজিরপুর উপজেলা শাখা।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় সেতুর গোড়ায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। অবরোধ ও মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাসদ উজিরপুর উপজেলা আহ্বায়ক আবুল কালাম মাস্টার। বক্তব্য রাখেন উপজেলা সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ, বাসদ বরিশাল জেলা বর্ধিত ফোরামের সদস্য সাগর দাস আকাশ, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম সর্দার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ওটরা ইউনিয়ন শাখার সভাপতি লাকি বেগম, বাসদ নেতা হরি দাস রায় ও খোকন গাজী প্রমুখ।
বক্তারা বলেন, “বামরাইল ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। অথচ এই সেতুটি এখন বালুর বস্তার ওপর দাঁড়িয়ে আছে, যা হাজারো মানুষের প্রাণকে ঝুঁকির মুখে ফেলছে।”
তারা অবিলম্বে সেতুটি পুনর্নির্মাণের দাবি জানান। পাশাপাশি সেতু সংস্কারের আগ পর্যন্ত একটি ডাইভারশন সড়ক তৈরির মাধ্যমে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা ভূমি কর্মকর্তার নিকট ব্রিজ সংস্কারের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করে।

