Nabadhara
ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত 

দিলরুবা খাতুন মেহেরপুর প্রতিনিধি 
নভেম্বর ৩, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে মেহেরপুরের গাংনী “বাজারপাড়া উন্নয়ন সংস্থা”র উদ্যোগে লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১২ টার দিকে গাংনী ফুটবল মাঠে লাঠিখেলার অনুষ্ঠিত হয়।আশপাশ ও দূরদূরান্তের চারটি লাঠিয়াল দল এ খেলায় অংশ নেয়।

ঢাকঢোল ও কাঁসার বাজনার তালে নাচছে লাঠিয়াল দলের সদস্যরা। লাঠির বিশেষ কসরতে আক্রমণ ও পাল্টা আক্রমণে রক্ষা ও প্রতিহতের উন্মাদনা। এ যেন লড়াই ও মুগ্ধতার দৃশ্য। আর এ দৃশ্য অবলোকন করতে ভিড় করেছে দূরদূরান্ত থেকে আসা কয়েক হাজার দর্শক।

 

ঢাক-ঢোলের বাজনায় ও গানের তালে তালে এ লাঠি দিয়ে চলছে আক্রমণ-পাল্টা আক্রমণ। প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে কেউ কেউ ঝাঁপিয়ে পড়ছেন তালে-তালে। হাতে তালি ও হইহুল্লোড়ে লাঠিয়ালদের উৎসাহ জোগাচ্ছেন হাজারো দর্শক। ব্যাপক জনসমাগমে আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে এ যেন এক উৎসবের আমেজ তৈরি হয়েছে।

 

প্রবীণ লাঠিয়াল মোঃ বাবু জানান -এক সময় আত্মরক্ষার কৌশল হিসেবে লাঠিখেলা প্রচলিত ছিল। সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে লাঠি খেলা এখন শুধুমাত্র প্রদর্শনী হিসেবে দাঁড়িয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে লাঠিয়াল দলগুলো আরো ভালো করবে। বিশ্বে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরবে বলে মনে করেন কয়েকজন এই খেলোয়াড়।

ভোমরদহ গ্রাম থেকে খেলা দেখতে আসা দর্শক লিজন রহমান জানান – বিলুপ্তপ্রায় লাঠি খেলা হবে শুনে তিনি খেলা দেখতে এসে মুগ্ধ । এই লাঠি খেলাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন বলে তিনি মনে করেন।

গাংনী “বাজারপাড়া উন্নয়ন সংস্থা”র সভাপতি মকবুল হোসেন মেঘলা জানান – হাজারো দর্শক ভিড় জমিয়েছে এই খেলা দেখতে। এ খেলাকে আগামীতেও বাঁচিয়ে রাখার চেষ্টা করা হবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।