পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরে মাদক বিক্রির সময় মোঃ জাহিদুল ইসলাম (৪৩) নামে এক কারারক্ষীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জসিম।
এসআই দেলোয়ার হোসেন জসিম জানান, বিকেলে গোপন সূত্রে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করি। অভিযানে ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। জাহিদুলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তিনি বরগুনা জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন। তার বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
বরগুনা জেলা কারাগার সূত্রে জানা গেছে, কারারক্ষী মোঃ জাহিদুল ইসলামের নামে বরিশালে দুটি এবং ঝালকাঠিতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ মামলার কারণে গত পাঁচ বছর ধরে তিনি সাময়িক বরখাস্ত রয়েছেন। বরখাস্ত থাকাকালে তিনি বরগুনা জেলা কারাগারের সঙ্গে সংযুক্ত রয়েছেন।
গত শনিবার (২২ আগস্ট) ঝালকাঠির আদালতে বিচারাধীন মামলায় হাজির হওয়ার জন্য তিনি বরগুনা থেকে ছুটি নিয়ে ঝালকাঠি যান।
আটক জাহিদুল ইসলাম কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বণি আমিন নবধারা কে জানান, জাহিদুলকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।