Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে লাল-সবুজ শ্রমজীবী সমবায় সমিতির সদস্যদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে লাল-সবুজ শ্রমজীবী সমবায় সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমিতির সদস্যদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার চামটা এলাকায় সমিতির কার্যালয়ে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স কমিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আলমগীর হোসেন খান, সৈয়দ লাভলু হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ জবেদ আলী খান, মুক্তিযোদ্ধা মো. খাইরুল আলম মনসুর, সাবেক প্রধান শিক্ষক নুরুল হক সেলিম সিকদার এবং বিএনপি নেতা মো. সালাম সিকদার।

অনুষ্ঠানে বক্তারা সমিতির সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

সমিতির সভাপতি মো. রবিউল ইসলাম জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বাল্যবিবাহ প্রতিরোধ, প্রতিবন্ধীদের সহায়তা, অসহায় পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বল্পসুদে ঋণ প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।