গৌরনদী প্রতিনিধি
অনলাইন পোর্টাল গৌরনদী টুয়েন্টিফোর ডটকম-এর প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (০৫ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে গৌরনদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা, র্যা লি ও কেক কাটার আয়োজন করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যা লী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী টুয়েন্টিফোর ডটকম-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, প্রেসক।লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হিরা, জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ, গৌরনদী টুয়েন্টিফোর ডটকমের নির্বাহী বার্তা সম্পাদক মো. আনিচুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মনির মাষ্টার, সহকারী সম্পাদক সোলায়মান তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি লেখক ও গবেষক ফখরুল আবেদীন তানভীর, গোলাম মোর্শেদ, সাংবাদিক মো. শামীম মীর, হাসান মাহমুদ, আরেফিন রিয়াদ, মো. সোহেল, এসএম মোশারেফ হোসেন, জামিল মাহমুদ, সাংবাদিক কাজী আলামিন, শেখ রুপা, নাসির উদ্দীন, এ এস মামুন, মো. সুমন, এসএম মিজান , গৌরনদী টুয়েন্টিফোর ডটকম-এর সহকারী সম্পাদক সোলায়মান তুহিন ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাংবাদিক বিএম বেলাল হোসেন।

