Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে কমিটি গঠন উপলক্ষ্যে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে লেবুখালী ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দলের মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এই সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার, ৬ নভেম্বর বিকাল বেলায় আঠারোগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মে. জে. (অব.) আব্দুল ওহাব মিনার, যিনি আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালী ১ আসনের মনোনীত প্রার্থী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
বেনজির এত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। জনগণের কাছে ক্ষমতা দেখানো যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ কামাল হোসেন, এবি পার্টি, পটুয়াখালী জেলার সদস্য সচিব। তিনি স্থানীয় রাজনীতিতে দলের অবস্থান শক্তিশালী করার বিষয়ে আলোকপাত করেন।

এছাড়াও, সভায় সভাপতিত্ব করেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), পটুয়াখালী জেলার আহ্বায়ক প্রফেসর ড. এ এম এম ইকবাল হোসেন।

সভায় বক্তারা এবি পার্টির লেবুখালী ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জনগণের প্রতিশ্রুতির রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এবি পার্টির প্রধান লক্ষ্য। বক্তারা উপস্থিত কর্মীদের প্রতি এই লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।