Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সড়কে ৮ গ্রামের ২০ হাজার মানুষের চলাচল: পাকা ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ৮ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তায় একটি পাকা ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে জোনাইল বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলুল বারী রাজু, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমান, রাশেদ খান রিটু, আকাশ হোসেন, মো. তাহেরুল ইসলাম প্রমুখ।

বক্তারা জানান, মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজার ফকিরবাড়ী সংলগ্ন ভূরভূরে বিলের ওপর নির্মিত ব্রিজটি প্রায় ৩৭ বছর আগে বন্যার পানির স্রোতে ভেঙে যায়। এরপর থেকে বারবার দাবি জানালেও ব্রিজটি পুনর্নির্মাণে প্রশাসন বা কোনো জনপ্রতিনিধি উদ্যোগ নেননি।

বক্তারা আরও বলেন, ব্রিজটি না থাকায় প্রতিদিন ছাত্র-ছাত্রী, শিক্ষক, কৃষক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা এখন বাধ্য হয়ে ৩ থেকে ৪ কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদর ও জোনাইল বাজারে যাতায়াত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।