Nabadhara
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া ভাড়া বাড়িতে থাকেন, তারেক রহমানের জন্য ভাড়াবাড়ি খোঁজা হচ্ছে, অথচ শেখ হাসিনা পরিবারের দেশে-বিদেশে বাড়িসহ জয়ের রয়েছে আমেরিকাতেই ১৩ টি বাংলো বিএনপি’র কেন্দ্রীয় নেতা–জামাল

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

খালেদা জিয়া ভাড়া বাড়িতে থাকেন, তারেক রহমানের জন্য ভাড়াবাড়ি খোঁজা হচ্ছে, অথচ শেখ হাসিনা পরিবারের দেশে-বিদেশে অনেক বাড়ি রয়েছে। হাসিনা পুত্র জয়ের শুধু আমেরিকাতেই রয়েছে ১৩ টি বাংলো। এর পরেও ঢাকার পূর্বাচলে ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছে শেখ হাসিনা পরিবার।

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল।

আজ ৮ নভেম্বর শনিবার সকাল সাড়ে দশটায় কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল আরও বলেন, শাপলা চত্বরে বিদ্যুৎ বন্ধ করে আলেম ওলামাদের হত্যাসহ গুম, খুন ও হত্যার জন্য শেখ হাসিনার এ দেশে বিচার হতেই হবে। জিয়া পরিবারের কোনো বাড়ি নেই। তারা ভাড়া বাড়ীতে থাকেন। অথচ শেখ হাসিনা পরিবারের দেশে বিদেশে অনেক বাড়ি রয়েছে। তার পরও ঢাকার পূর্বাচলে ৬০ কাঠার জমি বরাদ্দ নিয়েছে শেখ হাসিনা পরিবার। লুটপাটের টাকা দিয়ে হাসিনা পুত্র জয়ের শুধু আমেরিকাতেই রয়েছে ১৩ টি বাংলো, ভ‚মি মন্ত্রী সাইফুজ্জামানের রয়েছে বিদেশে ছয় শতাধিক বাড়ি।

উপজেলা বিএনপি’র সভাপতি জালালুর রহমান আকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট আনিসুল হক, কাঠালিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহার, সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সী, উপজেলা যুবদল আহŸায়ক, জয়নাল আবেদীন, ছাত্রদল সভাপতি, রাকিবুল ইসলাম তুষার, কাঠালিয়া সদর ইউনিয়নের বিএনপি’র সভাপতি বাদল হাওলাদার, আমুয়া ইউনিয়ন সভাপতি জাকির হোসেন গোলদার, ইউনিয়নের সোহাগ মল্লিক,আওরাবুনিয়া ইউনিয়ন সভাপতি, মাওলানা আব্দুল গফুর, পার্টিখালঘাটা ইউনিয়ন সভাপতি,খলিলুর রহমান, চেচরীরামপুর ইউনিয়ন সভাপতি, কুদ্দুস জমাদ্দা,যুবলীগ নেতা আশিকুর রহমান সবুজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।