Nabadhara
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ধ্রুবতারা ফাউন্ডেশনের জ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে “শিশু ও কিশোর-কিশোরীদের জ্ঞান অন্বেষণ কুইজ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজনে ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সাধারণ জ্ঞান, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, সাহিত্য ও সমসাময়িক বিষয়সহ নানা বিষয়ভিত্তিক প্রশ্নোত্তরে অংশ নেয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল কৌতূহল, আগ্রহ এবং শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন বরিশাল বিভাগের বিভাগীয় সভাপতি মো: শাকিল হাওলাদার রনি, ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন ঝালকাঠি জেলার সভাপতি মো: উজ্জ্বল রহমান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়া ইসলাম সীমান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহান খান, আইসিটি বিষয়ক সম্পাদক মারুফ হাসান আপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান পৃথিবীর, সদস্য যুথি আক্তার, নাদিয়া নওরিনসহ আরো অনেকে।

মোঃ উজ্জ্বল রহমান বলেন, শিক্ষা ও জ্ঞানচর্চার মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য, আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে,

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে আগামীতে আরো একটি ফাইনাল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যেখানে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।