নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি) মোঃ আশ্রাফুর রহমান এবং জেলা লেডিস ক্লাবের সভাপতি মিজ মাফুজা খানমকে নলছিটি উপজেলা প্রশাসন সংবর্ধনা দিয়েছে।
শনিবার বেলা ২টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশ্রাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি লেডিস ক্লাবের বিদায়ী সভাপতি মিজ মাফুজা খানম।
অনুষ্ঠানে ঝালকাঠি জেলা ও নলছিটি উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) রজভী আহম্মেদ সবুজ, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ ছালাম, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ওবায়দুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

