বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ যুব অধিকার পরিষদ বরিশাল জেলা শাখা আওতাধীন বাবুগঞ্জ উপজেলা কমিটির নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাবুগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খোকন (আকাশ) ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল রাখতে সিনিয়র সহ-সভাপতি বি. এম. ইব্রাহিম হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জেলা কমিটির পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বি. এম. ইব্রাহিম হোসেন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাজন মৃধা এবং ভারপ্রাপ্ত সভাপতি ইজাজুল ইসলাম শিবলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের মাধ্যমে বাবুগঞ্জে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

