Nabadhara
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে আগামী উপজেলা নির্বাচনে জামায়াতের তিন প্রার্থীর নাম ঘোষণা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলায় তিনটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বরিশাল জেলা জামায়াতের রোকন সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্রার্থিতার নাম ঘোষণা করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন কেদারপুর ইউনিয়নের সুনামধন্য ব্যক্তি, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ আজিজুর রহমান অলিদ।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকাস্থ বাবুগঞ্জ ফোরামের সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের কৃতিসন্তান ডক্টর আব্দুস সবুর মাতুব্বর।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের চাচাতো ভাইয়ের মেয়ে এবং বাবুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন বেপারীর স্ত্রী মাকসুদা আমিন।

জেলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য ও দক্ষ নেতৃত্ব নিশ্চিত করতেই এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, মনোনীত প্রার্থীরা জনগণের আস্থা অর্জন করে উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।