Nabadhara
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

“বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। তারা সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়” কেন্দুয়াতে–ওয়ারেছ আলী

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে শেখ হাসিনা ইভিএমে নির্বাচন করেছিলো। জামায়াতে ইসলামী সেই রাস্তায় হেঁটে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। তারা সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। তাই এ দেশে পিআর পদ্ধতির দোহাই চলবে না।

শনিবার (১৫ নভেম্বর) রাতে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি এলাকার বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর সদর উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনকে সামনে রেখে ধর্মকে ব্যবহার করে ভোটারদের কাছে ভোট চাচ্ছে।

কোথাও কোথাও তারা বলছে জামায়াতে ইসলামীর প্রতীক দাড়িপাল্লা, যেটা ইনসাফের প্রতীক। তাই দাড়িপাল্লায় ভোট দিলে বিনা হিসাবে জান্নাতের টিকিট পেয়ে যাবেন। যেটা ইসলাম কখনো মেনে নেয় না। ইসলামের নামে যারা অপব্যাখ্যা দিচ্ছে তারা ইসলামের পক্ষের শক্তি না বরং তারা ইসলামের শত্রু।

সমাবেশে সদর উপজেলা বিএনপির সভাপতি মো: সফিউর রহমান শফির সভাপতিত্বে সহ সভাপতি লোকমান আহম্মেদ লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আসাদুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।