কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ার চেচরীরামপুর ইউনিয়নের কালিশংকর গ্রামের দিপন হালদার (২৬) নামের এক যুবক মাছ শিকারে গিয়ে নিখোঁজের দুই দিন পর খাল থেকে মরদে উদ্ধার করেছে পুলিশ।
দীপন হাওলাদার উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কালিশংকর গ্রামের সদানন্দ হাওলাদারের ছেলে।
আজ রোববার (১৬ নভেম্বর ) সকালে কাঠালিয়া থানা পুলিশ ময়নাতদন্তের জন্য দিপনের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার সকালে দিপন ওই খালে মাছ শিকারে যায়। পর আর সে বাড়ি ফেরেননি। তার কোনো খোঁজ খরব না পেয়ে পরিবার ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
দুপুরে একই এলাকার মোস্তফা নামের এক কিশোর খালে গোসল করতে নামলে ওই কিশোরের পায়ে কিছু একটা স্পর্শ করায় সে ভয় পেয়ে যায়। পরক্ষনেই দিপনের মরদেহ পানির উপর ভেসে ওঠে। এসময় মোস্তফা চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে ঘটনাটি জেনে পুলিশকে খবর দেয় ।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মংচেনলা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি।”

