Nabadhara
ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে যুবলীগ নেতার মৃতদেহ উদ্ধার

Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে নিজ বাড়ির পুকুরের ঘাটলার নিচ থেকে ক্ষত অবস্থায় উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম হাওলাদারের (৪২) মরদেহ রোববার
(১৬ নভেম্বর ) সকালে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

সে ওই গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হাওলাদারের মেঝ ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ওই দিন বিকেলে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।

খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.ফরিদ হোসেন বেপারী জানান, নিহত আমিনুল ইসলাম হাওলাদার উপজেলা যুবলীগের সদস্য।

নিহত আমিনুল ইসলাম হাওলাদারের স্ত্রী পারভীন আক্তার বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘর থেকে মুঠো ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বের হয়। অনেক সময় পেরিয়ে গেলেও আমার স্বামী ঘরে না ফেরায় বাড়ির লোকজন নিয়ে খোঁজা খুজি করি। রাতে আমার স্বামী আমিনুল আর বাসায় ফিরেনি। সকালে পুকুরের ঘাটনার উপরে আমার স্বামীর মুঠো ফোন ও রক্ত দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিম মরদেহ উদ্ধার করেন। আমার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পুকুরের মধ্যে অনেক খোঁজা খুজি করি। এক পর্যায়ে ঘাটলা নিচ থেকে আমিনুলের মরদেহ উদ্ধার করি। নিহত আমিনুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। ময়না তদন্তের জন্য শলাশ বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।