গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে দিনমজুর রেজাউল সরদারের চলাচলের পথ বন্ধ করে দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী মফিদুল ইসলামের বিরুদ্ধে। রবিবার (১৬ নভেম্বর) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেজাউল সরদারের বসতঘরের চারপাশে প্রায় ৫ ফুট উঁচু দেওয়াল নির্মাণ করা হয়েছে। ফলে তিনি, তার স্ত্রী শাহনাজ বেগম ও দুই সন্তান—চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ ও প্রথম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ উল্লাহ—ঘরবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
ভুক্তভোগী শাহনাজ বেগম অভিযোগ করেন, “মফিদুল নানা সময় ভয়-ভীতি দেখাতেন যেন আমরা জায়গাটা বিক্রি করে দেই। আমরা থাকার জন্য ঘর তুলেছি, বিক্রির জন্য নয়। এখন ৪–৫ দিন ধরে ঘরবন্দি আছি। বাচ্চারা মাদ্রাসা-স্কুলে যেতে পারছে না, খেলাধুলা করতে পারছে না—সবসময় কান্নাকাটি করছে।”
রেজাউল সরদার বলেন, “আমি বহু বছর ধরে এখানে বসবাস করছি। কখনো কোনো সমস্যা হয়নি। উত্তর পাশে মফিদুল মুরগির খোপ বানিয়ে দেওয়াল দিয়েছেন, এবার পূর্ব পাশেও দেওয়াল তুলে আমাকে ঘরবন্দি করে রেখেছেন। তিনি আমার জায়গা কিনতে চান, তাই নানা সময় ভয় দেখান। আমি দিনমজুর মানুষ—কষ্টের টাকায় বাড়ি করেছি। শালিশ করেও কোনো সমাধান হয়নি।”
অভিযোগের বিষয়ে প্রতিবেশী মফিদুল ইসলাম জানান, “আমার গেট ও দেওয়াল ১৩ বছর আগে করা। পূর্ব পাশের দেওয়াল কারা করেছে, তা আমার জানা নেই।”
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে পরিবারটি অবরুদ্ধ অবস্থার নিস্তার পায় এবং এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও গলাচিপা পৌরসভার ৭ নং ওয়ার্ড প্রশাসক মোঃ ফোরকান মোল্লা জানান, “এ বিষয়ে আমার জানা নেই, আপনার মাধ্যমে জানতে পারলাম। আগামীকাল সরজমিনে গিয়ে বিষয়টি দেখব।”

