Nabadhara
ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা জেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামানের বিরুদ্ধে দূর্নীতির তদন্ত

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৫ ৮:১১ পূর্বাহ্ণ
Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামানের অনিয়ম- দূর্নীতির তদন্ত বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন, সাতক্ষীরা জেলা সমবায় কার্যালয়ের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধা।

ঢাকার আগারগাঁও এ অবস্থিত সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শহীদুল ইসলাম তদন্ত করবেন বলে তিনি জানিয়েছেন।

সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের দবির হোসেন নামের একজন প্রাক্তন কর্মচারীর অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত করা হবে বলে অফিসিয়াল পত্রের মাধ্যমে জানা গেছে।

তবে, শুধু দবির হোসেন নয়, সাতক্ষীরার এস,এম রেজাউল ইসলাম নামের একজন সাংবাদিকও সহকারী পরিচালক রোকনুজ্জামানের বিরুদ্ধে সংশ্লিষ্ট অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এতিমখানার টাকা আত্মসাত করে শহরে বিলাসবহুল বাড়ি ও ধন সম্পদ তৈরিকরাসহ বিভিন্ন ধরনের দূর্নীতি ও অনিয়মের অভিযোগ আনা হয়েছে ওই অভিযোগপত্রে।

এবিষয়ে সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি রাগান্বিত হয়ে বাজে কথা বলে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।