নবধারা প্রতিনিধিঃ
করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাসের সুস্থতা কামনায় সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ মজলেল হক স্মৃতি সংঘের আয়োজনে নিলফা বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাসের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, কুশলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলায়েত হোসেন সরদার, সহ সভাপতি দুলাল হোসেন গাজী, আওয়ামী নেতা মোঃ কদর আলী শেখ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ রুমি সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।